ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ

জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি
মে ৭, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ও পানছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ। বুধবার ভোরে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।বুধবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ৩টি পরিবারের আনুমানিক ২৭জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকরা উঠেন সীমান্তবর্তী জনৈক আবু তাহের এর বাড়িতে।স্থানীয় বাসিন্দা আবু তাহের ভারতীয়দের উদ্বৃতি দিয়ে জানান, ‘তাদেরকে ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে গভীর রাতে কাটাতারের বেড়া পার করে ছেড়ে দিয়ে যায় তারা। ভোরে আজানের শব্দ শুনে তারা বাংলাদেশে প্রবেশ করে তার বাড়িতে আশ্রয় নেয়। পরে সকালে তাদেরকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে নিয়ে যাওয়া হয়।’আবু তাহের জানান, বর্তমানে ভারতীয় নাগরিকরা আবুল হোসেন মেম্বারের বাড়িতে রয়েছেন।
এছাড়া যামিনী পাড়ার ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তাইন্দং বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ২২ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক মাটিরাঙ্গা অনুপ্রবেশ করে বলে জানা যায়।এছাড়াও খাগড়াছড়ির ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রুপসেনপাড়া বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩০ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক পানছড়ি উপজেলায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।
এসব নাগরিকদের পূর্ব পুরুষরা বাংলাদেশী নাগরিক ছিলেন এমন অজুহাত দেখিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছে তাদের সাথে আরও ৪০০ থেকে ৫০০ জন ভারতীয় মুসলিম বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা যায়। তাদেরকে বিএসএফ কর্তৃক খেদাছড়া, যামিনীপাড়া, খাগড়াছড়ি ও পানছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশ ইন করা করা হতে পারে ।
এ ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট রাজ্য হতে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।এ ব্যাপারে এখনো বিজিবি বা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য এ বিষয়ে খাগড়াছড়ি দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে জন ৭৯ অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি দায়িত্বে আছেন। সমাধান না হওয়া পর্যন্ত তাদের খাওয়ানো থাকার ব্যবস্থা করবে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।