ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের সলিমগঞ্জে আবারও ভয়াবহ সংঘর্ষের আশংকা এলাকাবাসির!

দৈনিক কালের প্রতিচ্ছবি
মে ৭, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নবীনগরের সলিমগঞ্জে মুন্সি আজিজ হত্যাকান্ডের পর পাল্টাপাল্টি মামলা ও মানববন্ধন চলছেই আবরো ভয়াবহ সংঘর্ষের আশংকা এলাকাবাসির!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসির মধ্যে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে মুন্সি আবদুল আজিজ (৫২) নিহতের ঘটনায় থানায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এ নিয়ে ইতিমধ্যে পাল্টাপাল্টি দুটি মানববন্ধনও হয়েছে। আজ বুধবার বিকেলে সলিমগঞ্জে আরেকটি মানববন্ধন হওয়ার কথা রয়েছে!

এদিকে নৃশংস এই হত্যাকান্ডের পর থেকে ফেসবুকে প্রতিদিন যেভাবে উস্কানিমূলক ও অশোভন ভাষায় লেখালেখি হচ্ছে, তাতে দুই গ্রামে আবারও বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন দুই গ্রামেরই সাধারণ ও সচেতন গ্রামবাসি।

তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় ‘যৌথ বাহিনী’ তৎপর রয়েছে বলে জানান স্থানীয় পুলিশ প্রশাসন।
এ বিষয়ে আজ সকালে ওই এলাকার বাসিন্দা, ঢাকায় কর্মরত সরকারের একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ সকালে বলেন,’এ খুনের ঘটনা নিয়ে এলাকার কেউ কেউ এখন নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। যা খুবই দু:খজনক। সবাই এখন ‘নেতা’ হতে চাচ্ছেন। তবে আমরা সেটি হতে দেবো না। আমরা দুই গ্রামে শান্তি ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছি। আশা করি, শিগগীরই দুই গ্রামের মধ্যে সৃষ্ট সব ঝামেলা শেষ হয়ে যাবে।’
তবে তিনি জানান, দুটো মামলার বিচারিক কার্যক্রম নিয়ম মাফিকই চলবে।’

পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামের লোকজনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সম্প্রতি সলিমগঞ্জ বাজারের একটি দোকানে বাড্ডা গ্রামের কয়েকজন যুবকের বাকী খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়াইলের লোকজনের বেধড়ক পিটুনীতে বাড্ডার প্রভাবশালী একটি পরিবারের দুই সন্তানসহ কয়েকজন গুরুতর আহত হন। এর জের ধরে বাড্ডা গ্রামের লোকজন বাড়াইলে ওইদিনই হামলা চালায়।

ওই রিবোধের জের ধরেই পুনরায় গত ২৯ এপ্রিল দুই গ্রামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বাড্ডা গ্রামের মুন্সি আজিজ মিয়া (৫২) নিহত হন।
ওই ঘটনায় নিহতের স্ত্রী সাহেরা বেগম বাড়াইর গ্রামের সাংবাদিক নেতা নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যুগান্তর পত্রিকার নবীনগর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।
অপরদিকে বাড়াইল গ্রামে হামলার ঘটনায় বাড়াইলের বাসিন্দা আনোয়ারা বেগম বাদী হয়ে বাড্ডা গ্রামের ৩১ জনের নাম উল্লেখ করে লুটতরাজ, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নবীনগর থানায় আরেকটি পাল্টা মামলা করেন।
এদিকে পাল্টাপাল্টি এ দুটি মামলার পর এ ঘটনায় দুটি পাল্টাপাল্টি মানবন্ধনও অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাংবাদিক নেতা মোস্তাক আহমেদ উজ্জ্বলকে ওই হত্যা মামলায় ‘প্রধান আসামি’ করার প্রতিবাদে নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে রোববার উপজেলা সদরে একটি মানববন্ধন করা হয়।
অপরদিকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিক্ষুব্ধ বাড্ডাবাসির উদ্যোগে বাড্ডা এলাকায় আরও একটি পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ বিষয়ে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি মানবনবন্ধনে বলেন,’খুনের ঘটনার সময় প্রেসক্লাবের সেক্রেটারী ঘটনাস্থলেই ছিলেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ‘প্রধান আসামি’ করা হয়েছে। তাই এই মামলা থেকে সাংবাদিক উজ্বলের নাম বাদ দেয়া না হলে, আমরা বড় ধরণের কর্মসূচি গ্রহণ করবো।’
অন্যদিকে মানবন্ধন থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামিসহ খুনীদের গ্রেপ্তার করা না হলে, থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বাড্ডা গ্রামের বিক্ষুব্ধ লোকজন।’

এদিকে দুটি পাল্টাপাল্টি মামলা ও মানবন্ধনের পর আবারও দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর দুই গ্রামবাসির মধ্যে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষে একাধিক খুনের আশংকা করছেন সলিমগঞ্জবাসি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, সলিমগঞ্জ কলেজের উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দীপু বলেন,’খুনের ঘটনার পর থেকে যেভাবে ফেসবুকে উস্কানিমূলক লেখালেখি হচ্ছে, তাতে যে কোন সময় আবারও দুই গ্রামবাসির মধ্যে পুনরায় সংঘর্ষ বেঁধে একাধিক খুনের ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা উর্ধতন প্রশাসনের কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
তবে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক গতকাল মঙ্গলবার সকালে কালের প্রতিচ্ছবি পত্রিকার প্রতিনিধিকে বলেন,’পুনারায় সংঘর্ষ হওয়ার কোন সুযোগই নেই। কারণ, পরবর্তী যেকোন পরিস্থিতি মোকাবেলায় এলাকায় যৌথবাহিনী সার্বক্ষণিক কাজ করছে। দুটি মামলার তদন্ত চলছে। আমি নিজে এসব মামলা মনিটরিং করছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
অন্য আসামীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।