সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক ঐক্য বজায় রাখা, সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করেছে দীঘিনালা বাবুছড়াস্থ ৭ বিজিবি ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. হুমায়ুন করিম।
সভায় মো. হুমায়ুন করিম বলেন, ‘সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, জনগণ ও বিজিবির সমন্বয়ে একটি নিরাপদ ও সচেতন সীমান্ত অঞ্চল গড়ে উঠুক।’ তিনি আরও বলেন, ‘সামাজিক ঐক্য রক্ষা করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সচেতন থাকতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী, হেডম্যান, কার্বারী এবং সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত