মসিকের সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু'র ড্রাইভার মোস্তাকিম বিল্লাহ শুভ ও মসিকের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের ঘুষ বানিজ্যর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নগরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নগরীর সর্বোস্তরের মাঝে বইছে সমালোচনার ঝড়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও রেকর্ডে সুস্পষ্ট কথোপকথন শোনা যাচ্ছে বহুতল ভবনের ৪ তলা ভবনটি ৬ তলার অনুমোদনের জন্য ২০ লাখ টাকার প্রস্তাব করেছে সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু'র ড্রাইভার মোস্তাকিম বিল্লাহ শুভ, এতে সম্মতি জ্ঞাপন করে পার্টিকে হাতে রাখার কথা বলেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস। তবে কোন বহুতল ভবনের নকশা অনুমোদন করার জন্য ২০ লাখ টাকা ঘুষ বানিজ্য রফাদফা করা হচ্ছে তা স্পষ্ট নয়।
অভিযোগ রয়েছে, মোস্তাকিম বিল্লাহ শুভ সাবেক মেয়রের ড্রাইভার হওয়ার সুবাদে টাকার বিনিময়ে অনৈতিকভাবে বহুতল ভবনের নকশা অনুমোদনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তার অন্যতম সহযোগী হিসেবে রয়েছে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস। তিনি এখনো মসিকের নগর পরিকল্পনাবিদ হিসেবে বহাল তবিয়তে রয়েছে।
এছাড়াও তদবির বাণিজ্য, গাড়ি মেরামতের নামে লাখ লাখ টাকা ভুয়া বিল তৈরি করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। অডিও রেকর্ড ফাঁস হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে আরও নানা অপকর্মের তথ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও রেকর্ডসহ নানান অভিযোগের বিষয়ে মোস্তাকিম বিল্লাহ শুভ'র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও সারা দেননি।
অপরদিকে মসিকের নগর পরিকল্পনাবিদ মানস বিস্বাসের কথোপকথনের সত্যতা জানতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি, অবশেষে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালে তিনিও কোন সারা দেননি।
নগরবাসী ভাষ্যমতে সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু'র ড্রাইভার মোস্তাকিম বিল্লাহ শুভ ও নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের যোগসাজশে নগরীর বহুল ভবনের অবৈধভাবে নকশা অনুমোদন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। তদন্ত সাপেক্ষে ড্রাইভার মোস্তাকিম বিল্লাহ শুভ ও নগর পরিকল্পনাবিদ মানস বিস্বাসের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকের হস্তক্ষেপ কামনা করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন নগরীর সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত