ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন দূর্গারামপুরের মেঘনা নদীতে ধরা পরলো প্রায় ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
আজ শুক্রবার (৯ মে) সকালে উপজেলার সদর বাজারে নিলামে মাছটি কিনে এক মালয়েশিয়া প্রবাসীর কাছে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী সুনীল বর্মন ।
স্থানীয় পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর মনতলার বাসিন্দা পরিতোষ বর্মন জানান, আজ ভোরে প্রতিদিনের ন্যায় আমাদের বাচুরি নৌকা নিয়ে মেঘনা নদীতে আমরা মাছ ধরতে যায়। মেঘনা নদীর মোহনায় আমাদের জালে ধরা পড়ে বড় আকৃতির এই কাতলা মাছ। মাছটি পরে বিক্রির জন্য নবীনগর বাজারের সুনীল বর্মনের আড়তে তোলা হয়। ওজন করলে দেখা যায়, মাছটির ওজন ১৮ কেজি ৯৬০ গ্রাম।
নিলামে মাছটির সর্বোচ্চ দরদাত পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন । তিনি মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন।
নৌকার আরেকজন মৎস্যজীবী বলেন, ‘মাঝেমধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতলা, রুই, আমাদের জালে ধরা পড়ে, কিন্তু অনেকদিন পরে আমাদের জালে এরকম বড় একটি কাতলা মাছ ধরা পরল, যা এখন আর তেমন দেখা যায় না। মাঝে মাঝে বড় একটি-দুটি ধরা পড়ে, দামও হয় অনেক বেশি। এবছর এত বড় কাতলা এটাই প্রথম।’তাই আমরা অনেক খুশি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত