“দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কালকিনি উপজেলা পরিষদ হল রুমে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাইফ উল আরেফিন।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আয়োজিত মেলায় দেশী-বিদেশী আম, কাঁঠাল, আখ, জামরুল, পেঁপে, পেঁয়ারাসহ নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হয়।
নতুন প্রজন্ম যাতে দেশীয় এসব ফল চিনতে পারে,সে কারনেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া উৎপাদিত ফল দেখে চাষিরা ফল বাগান গড়তে উৎসাহিত হবে বলে ধারণা করছে উপজেলা কৃষি অফিস।
মেলা চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।