জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশেদ জামাল’কে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।
মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশেদ জামাল’কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান “ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় তাকে আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
জানা যায় তিনি চট্টগ্রামের আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ নেতা হাওয়া স্বত্তেও বিগত ১ বছর ধরে অন্য একটি রাজনৈতিক দলের আশ্রয়ে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। তিনি বিভিন্ন ভাবে ছাত্র বিরোধী আন্দোলন এ অর্থ দিয়ে সাহায্য করতেন।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান দাতা নওশেদ জামাল ছাত্রদের আন্দোলন চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছে। সে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পরিচয়ে মেঘনা পেট্রোলিয়াম লিঃ এ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করত বলেও অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত