নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা রাজধানীর দৈনিক বাংলার মোড় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান আলোচক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই, হলুদ সাংবাদিকতা না করার উপর গুরুত্বআরোপ করে তিনি পেশাদারিত্বের বস্তুনিষ্ট সংবাদ প্রতিবেদন করার আহবান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহম্মেদ।
বিএমইউজে সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাংবাদিক সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। ঢাকা মহানগর বিএমইউজে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনিকে সভাপতি এবং শিমুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এসময় তিনি বলেন এ সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তিনি সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকার আহবান জানান।
বিশেষ অতিথি প্রধান আলোচক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, অভিষেক অনুষ্ঠানে বলেন চাদাবাজি, অপসাংবাদিকতা যারা করে তাদের কারো আমাদের সংগঠনে কোনো স্থান হবে না। যাচাই-বাছাই করে যোগ্য ও প্রকৃত পেশাদার সাংবাদিকদেরই এই সংগঠনের সদস্য ফরম পুরণ করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।”
তিনি আরও বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সবসময় মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা. পেশাগত নিরাপত্তা ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওাত করেন বিএমইউজে কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান বাবুল, অনুষ্ঠান পরিচালনা করেন শিমুল খান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বিএমইউজে কমিটি।
এ সময় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পেশাদারিত্বের সম্মান রক্ষার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা মহানগর কমিটি।
ঢাকা মহানগর বিএমইউজে অভিষেক অনুষ্ঠানে শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক নেতারা বিভিন্ন ঘটনা হামলা মামলা নির্যাতন থেকে রক্ষা পেতে অভিলম্ভে সুরক্ষা আইন বাস্তবায়নের আহবান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।