ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

ময়মনসিংহে বিতর্কিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

শিবলী সাদিক খানঃ
অক্টোবর ১৯, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের বিতর্কিত ঘুষ দুর্নীতির অভিযোগে জাতীয় দৈনিক সহ একাধিক অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগ তাকে ওএসডি (Officer on Special Duty) করেছে। রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো: সাইফুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ডা. মোহাম্মদ হাইদার ইলিয়াস খান (আইডি নং ১১০৩৪৩), বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত, তাকে নতুন সিভিল সার্জন হিসেবে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ডা. মো: সাইফুল ইসলামকে আগামী ২১ অক্টোবরের মধ্যে বিদায় গ্রহণ করতে হবে এবং নতুন পদায়নপ্রাপ্ত ডা. হাইদার ইলিয়াস খান ২২ অক্টোবরের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শম্পা শর্মিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হলো।”

সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসে এই পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহের ওএসডি হওয়া সিভিল সার্জন ডা. মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ ও কমিশন বাণিজ্যের অভিযোগ ছিলো।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: