সরকারি টেন্ডারের প্রাক্কলিত গোপন দর আগেই ঠিকাদারকে ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।
দুদকের অভিযানকারী দল রমনা থানা পুলিশের ভবন, ঢাকা সার্কিট হাউজ আধুনিকায়ন এবং শেরে বাংলা নগরে গণপূর্তের ১২ তলা ভবন নির্মাণের টেন্ডার সংক্রান্ত নথিপত্র জব্দ করে।
তাৎক্ষণিক যাচাইয়ে উঠে আসে এসব দরপত্র আহ্বানের আগেই কর্মকর্তারা নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরসংক্রান্ত তথ্য পৌঁছে দেন। ফলে ওই প্রতিষ্ঠান পরে ‘কাছাকাছি’ দর দেখিয়ে প্রতিযোগিতামূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে টেন্ডার জমা দেয় বলেও জানায় দুদক।
দুদক জানিয়েছে, জব্দ করা নথিপত্রের সামগ্রিক যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সে ভিত্তিতে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।