কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অংকুর শিশু কিশোর সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও ৭ জন গুণীজনকে ‘অংকুর সম্মাননা স্মারক ২০২৫ প্রদান করা হবে।
এ বছর অংকুর সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক (সমাজসেবায়), সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ (সঙ্গীতে), সঙ্গীত প্রশিক্ষক আসারুল ইসলাম (সঙ্গীতে), মো. সামসুদ্দিন খান (যন্ত্র সঙ্গীতে) নাজমুল কবির ইকবাল ইসমোনাক (সাহিত্যে) এবং সাংগঠনিক ক্ষেত্রে দুজন সরকার লুৎফুল কবির ও অসীম কুমার পাল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক (ডিজি) কবি রেজাউদ্দিন স্টালিন অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে অংকুর সম্মাননা স্মারক ২০২৫ তুলে দিবেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এতে ‘প্রধান আলোচক’ থাকবেন বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র (ওস্তাদ আয়েত আলী খাঁর পুত্র) একুশে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা শেখ সাদী খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার এহতেশামুল হক, সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট কবি ড. শাহ মো. সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ খোকন ও ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অংকুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীতের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন অংকুরের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী জয়নাল আবেদীন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এদিকে অংকুরের এ জমকালো আয়োজনে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অংকুর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েেন আনিছুল হক রিপন সভাপতি, অংকুর।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।