এ ,কে,এম, রুহুল আমিন,গফরগাঁওঃ
গফরগাঁও উপজেলায় ডেমোক্র্যাটিক পার্টির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এই উপলক্ষে এক আনন্দ র্যালী গনমিছিলের আয়োজন করা হয়। উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি গফরগাঁও ইমাম বাড়ি ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি প্রদক্ষিণ করে জামতলা মোড় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলটি গফরগাঁও উপজেলায় গনজোয়ার সৃষ্টি করছে।
মিছিল শেষে স্বাগত বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রিজভী আল হোসাইনী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন , সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান। সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, কোষাধ্যক্ষ মীর মোহাম্মদ মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার সহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এলডিপি ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমূখর পরিবেশে জণগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রশাসন এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।