ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়াসহ যে ১০ নারী প্রার্থী সংসদীয় আসনের মনোনয়নের তালিকায় রয়েছেন

নিজস্ব প্রতিনিধিঃ
নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়ন পেয়েছেন। আসনগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।

দলীয় মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। বাকি আসনগুলোতে জোটভিত্তিক সমন্বয়ের পর প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

খালেদা জিয়া বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে একাধিকার নির্বাচিত হলেও এবার প্রথমবারের দিনাজপুর-৩ আসনের মনোনয়ন পেলেন।

নাটোর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ফারজানা শারমিন। তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজরুল রহমান পটলের মেয়ে। শেরপুর -১ (শেরপুর সদর উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ডাঃ সানসিলা জেবরিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ২০১৮ সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে।

মানিকগঞ্জ -৩ (মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আফরোজা খান রিতার নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।

ফরিদপুর -২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি ২০১৮ সালেও এই আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। শামা ওবায়েদ বিএনপির একসময়কার ডাকসাইটে নেতা সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা। ফরিদপুর -৩ আসনে মনোনয়ন পেয়েছেন নায়াব ইউসুফ আহমেদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা।

ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তুলি জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’এর সমন্বয়কারী। তিনি বিএনপির গুম হওয়া নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা) আসনে তাহসিনা রুশদী লুনা। তাহসিনা রুশদী লুনা গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী। এছাড়া যশোর-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোসা মোছা. সাবিরা সুলতানা ও ঝালকাঠি ২ আসনে মনোনয়ন পেছেন ইশরাত সুলতানা ইলেন ভুট্টু। ইলেন ভুট্টো বিএনপির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী। ৭ম সংসদের এমপি জুলফিকার আলী ভুট্টো মারা গেলে তিনি উপনির্বাচনে জয়ী হন। ২০০১ সালের নির্বাচনেও ইলেন ভুট্টো বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: