চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হলো এসডিজি ইউথ ফোরাম আয়োজিত “SDG Week of Action”-এর সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকী আজম।
অনুষ্ঠানের তরুণ উদ্যোক্তা মৌসুমী আক্তারের প্রতিষ্ঠান The Greenogram-এর তৈরি হাতে বানানো পরিবেশবান্ধব কলম উপহার দেন মাননীয় উপদেষ্টাকে।
উপহার গ্রহণ করে ফারুকী আজম বলেন- এই ধরনের সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ তরুণ প্রজন্মের ইতিবাচক চিন্তা ও দেশের টেকসই উন্নয়নের প্রতিফলন। এমন উদ্যোগই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এসময মৌসুমী আক্তার অনুরোধ জানান, ভবিষ্যতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অফিসগুলোতে প্লাস্টিকজাত পণ্য পরিহার করে কাগজ বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের উদ্যোগ নেওয়া হোক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, উদ্যোগ ও নেতৃত্বই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের মূল চালিকাশক্তি।