পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) ও অ্যাকটিভিস্টা চট্টগ্রামের যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগরীর ৩৩ নং ফিরিঙ্গিবাজার এলাকায় দিনব্যাপী “এন্টি-প্লাস্টিক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক জনাব সাবরিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক জনাব উর্মি দাশ। এছাড়া লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়সহ চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণকে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বিকল্প ব্যবহারের উপায় ও পরিবেশবান্ধব জীবনযাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। তারা দোকানদার ও পথচারীদের মাঝে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন এবং “প্লাস্টিক নয়, সবুজ পৃথিবী চাই” স্লোগানে একটি সচেতনতামূলক র্যালি বের করেন।
বক্তারা বলেন, “প্লাস্টিক দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তরুণ প্রজন্ম যদি সচেতনতার নেতৃত্ব নেয়, তাহলে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
দিনব্যাপী এ কার্যক্রম স্থানীয় তরুণ সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং পরিবেশবান্ধব উদ্যোগে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।