ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. আইন আদালত
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুরিস্ট পুলিশ গাজীপুর জোনের অভিযানে সাত মামলার আসামি রুবেল গ্রেপ্তার; মোবাইল উদ্ধার

শিবলী সাদিক খানঃ
নভেম্বর ৫, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের অভিযানে সাত মামলার আসামি রুবেলকে বুধবার (৫ নভেম্বর ২০২৫) তারিখে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

জানা যায় জয়দেবপুর সদর থানার বানিয়াচালা পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম ২৭ অক্টোবর শ্রীপুর থানাধীন,সাফারী পার্কের কাছে ইন্দ্রপুর চৌরাস্তার দক্ষিন পাশে ফাঁকা জায়গায় পৌছিলে মোঃ রুবেল সঙ্গীয় শরিফ সহ আরো দুজন অটোরিক্সা থামিয়ে রিডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট নগদ টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়ে যায় এ সংক্রান্তে শ্রীপুর থানার মামলা নং ৯(১১)২০২৫ রুজু হয়।

এঘটনায় গাজীপুর টুরিস্ট জোন এর পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাইন উদ্দীন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম অনুসন্ধান করে মোঃ রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত রিডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট খানা উদ্ধার করা হয়।

আসামি রুবেল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই, মাদক, ডাকাতি, ধর্ষণ সহ. নিম্নে বর্ণিত ৭টি মামলা রয়েছে গাজীপুর টুরিস্ট জোন পুলিশ সূত্রে জানা গেছে।

গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-১৫; সময়- ধারা-১৪৪/১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ২।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-৩৫/৪০৮, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত ৩।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-৭/১৩৭, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;, মামলায় তদন্তে সন্দিগ্ধ, 81গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৮০/৮৪২, ধারা- ৩৭৯/৪১৩/৪১১পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ৫।গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৬৭; ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ৬।গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৫৯, ধারা-৪১৩/৪১১/১০৯ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত। ৭।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-১৯, জি আর নং-৫২, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/ ১১৪/ ৫০৬ Penal Code, 1860;, এজাহারে অভিযুক্ত আসামি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: