বাংলাদেশ ফোরাম (বিবিএফ) ও একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে, এক্টিভিস্টা চট্টগ্রাম, স্বানিধ্য ও বাধন যুব সংগঠনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে “পিস নেটওয়ার্ক এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা” বিষয়ক এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক কামরুন নাহার লিজা, এবং সভাপতিত্ব করেন বিবিএফ-এর লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন মাহমুদ চৌধুরী, বাধন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সদস্য মো. ইকবাল হোসেন, মাদারবাড়ি জামে মসজিদের খতিব জাহিদ হোসেন, হিন্দু ধর্মের পুরোহিত জীবন কৃষ্ণ মুখার্জী, খ্রিস্টান ধর্মযাজক ফাদার ডি. ক্লস্টা লিটন, প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়, স্বানিধ্য সংগঠনের সভাপতি দীপ্ত বিশ্বাস ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে ইতিবাচক কার্যক্রমে যুক্ত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে পারলে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তারা বলেন, “সঠিক বর্জ্য ব্যবস্থাপনা একটি পরিবেশবান্ধব সমাজ গঠনের মূলভিত্তি। স্থানীয় জনগণ, তরুণ সমাজ ও স্থানীয় সরকার একসাথে কাজ করলে মাদারবাড়িকে পরিচ্ছন্ন ও সবুজ ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব।”
বিবিএফ-এর ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে শান্তি, সম্প্রীতি ও সবুজায়ন প্রচেষ্টায় তরুণদের সম্পৃক্ত করতে চাই। এই সভার মাধ্যমে স্থানীয় সহযোগিতা ও বোঝাপড়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।”
সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে পিস নেটওয়ার্কের মাধ্যমে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

