চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৩টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, “এরশাদ উল্লাহকে দ্রুত সুস্থ করে তুলতে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।”
এরশাদ উল্লাহর একান্ত সচিব মো. আরিফ মুন্না জানান, চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। “আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে,” বলেন তিনি।
এদিকে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এরশাদ উল্লাহর সমর্থক এরফানুল হক শান্ত বর্তমানে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন এরশাদ উল্লাহ, জানিয়েছেন তাঁর সচিব আরিফ মুন্না।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় বিএনপি কর্মী সারোয়ার হোসেন বাবলা।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

