শিবলী সাদিক খানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাংচুর সহিংস রক্তপাতে আহত ২০ এবং নিহত ( মৃত্যু) হয়েছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবিদ নামে এক ছাত্রনেতা। এসকল অভিযোগে গৌরীপুর উপজেলার পাঁচ নেতাকে সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরীপুর আসনে মনোনয়ন বঞ্চিত হিরন নেতার সহযোগী নেতৃত্ব ৮ নভেম্বর রাতে ইকবাল সমর্থিত লোকদের হামলা করলে পুলিশ দুজনকে আটক করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরস্পর বিরোধী অভিযোগ এবং পৃথক দুটি সভা দলের ভিতর দুরত্ব ও তিক্ততা সৃষ্টি হয় ফলে সহিংসতা এবং রক্তপাতমূলক ঘটনা ঘটে। এসময় ছাত্রদল নেতা আবিদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তখন নিহত হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। তাকে মমেক হাসপাতাল চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তার মতামত দিয়েছেন brought dead এর অর্থ হচ্ছে “মৃত অবস্থায় আনা” হয়েছে। এছাড়াও ২০ জন আহত অবস্থায় মমেক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা যায়।
রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌরীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বিএনপির আদর্শে বিশ্বাসী বিশ্লেষকগণ মনে করেন একটি শৃঙ্খলাবদ্ধ চেইন অব কমান্ড মেনে চলা রাজনৈতিক দল বিএনপি। দলের নীতি ও আদর্শ বিরোধী কার্যকলাপ, সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করায় স্বাগত জানিয়েছেন।
গৌরীপুর উপজেলার বিএনপি’র ধানের শীষ মনোনয়ন পাওয়া ইকবাল হোসেন সমর্থিত নেতাকর্মীরা জানান, বিকালে সরকারি কলেজ হোষ্টেল মাঠে তারা সভা করছিলেন, তাদের ১০/১২টি মটরসাইকেল ভাংচুর, নেতাকর্মীদের আহত করে, দলীয় অফিসে অগ্নিসংযোগ করা হয়। অপর দিকে হিরন সমর্থিত মহিলা দলের আয়োজিত সভা মধ্যবাজারে চলাকালীন মিছিল থেকে হামলা করে তার সমর্থিত নারী দলের সভার চেয়ার মঞ্চ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন।
আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বহিস্কারের প্রশ্নের উত্তরে নেতাকর্মীরা জানান “আমরা সবাই দলের সুনাম ও ঐক্যের জন্য কাজ করি। মনোনয়ন না পাওয়া হিরনসহ সহযোগীদের শৃঙ্খলা ভঙ্গকারী নেতাদের বিরুদ্ধে এই সিদ্ধান্তে আমরা সম্পূর্ণ সমর্থন জানাই। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দলীয় কাজ চালিয়ে যাবে এবং জনগণের পাশে থেকে দলের ভাবমূর্তি রক্ষা করবে।”

