ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. আইন আদালত
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫’

Raisul Islam, News Desk In-Charge
নভেম্বর ৯, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১৫

পরিবেশবান্ধব উদ্ভাবন ও সবুজ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”
রবিবার (৯ নভেম্বর) নগরীর সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলার আয়োজন করে ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ), একশনএইড বাংলাদেশ এবং এক্টিভিস্টা চট্টগ্রাম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কৃষি অফিসার রোজিনা রোজি
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, পরিবেশ অধিদপ্তরের একাউন্টস অফিসার শাহাজাদা শামসুজ্জামান, নোমান কলেজের অধ্যাপক নাসরিন সুলতানা, বিবিএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ্দৌজা, লোকাল রাইটস প্রোগ্রাম ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া

মেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ১৩টি পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— দ্যা গ্রিন ও গ্রাম, ঐতিহ্যের শিখড়ে, মাটির বন্ধু, কারুকার্য, আইরিন’স টুকিটাকি, টোব্বো, কুশলিকা, ত্রি জে, মংসবৃত্ত, সবুজ মেলা নার্সারি, বাঁশবীনা, ইকো ভ্যালি এবং বেতবাগান।

স্টলগুলোতে প্রদর্শিত হয় পুরোনো জিন্স থেকে তৈরি ব্যাগ, ইকো পেন, ছাদবাগানের শাকসবজি, পাটের অলংকার, কাগজের মোড়া, সমুদ্রের অব্যবহার্য জাল দিয়ে তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গাছ, বাঁশের খেলনা এবং সুপারি পাতার তৈরি পরিবেশবান্ধব প্লেট ও চামচসহ নানা উদ্ভাবনী পণ্য।

দিনব্যাপী আয়োজনে প্রায় ৩০০ জন তরুণ-তরুণী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্পনসরশিপ অফিসার বিষু চক্রবর্তী, প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের লিংকেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, ভবিষ্যতে “গ্রিন ইনোভেশন ফেয়ার” নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে দেশে পরিবেশ সচেতনতার ধারা আরও জোরদার করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: