মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করতে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে “বিভাগীয় মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫” অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
সভাটি অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়, ময়মনসিংহ বিভাগীয় নগরীর দুর্গাবাড়ি রোডস্থ গ্রীন পার্ক রেস্টুরেন্টে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন, দৈনিক হেমন্ত টিভি, দৈনিক হেমন্ত কাল, দৈনিক ময়মনসিংহের কণ্ঠ এবং প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেড।
প্রস্তুতিমূলক সভায় ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সংবাদকর্মী, প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই বছরের মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হবে আগের যেকোনো সময়ের চেয়ে বৃহৎ ও বর্ণিল আয়োজন। এতে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর) কর্মরত সাংবাদিকদের মধ্যে যারা পেশাগত দক্ষতা, নৈতিকতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মাননা প্রদান করা হবে।
সংগঠনের এক মুখপাত্র জানান, “মিডিয়া অ্যাওয়ার্ড শুধু পুরস্কার নয়, এটি সাংবাদিকতার দায়িত্ববোধ ও নিষ্ঠার স্বীকৃতি। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সংবাদকর্মীরা অনুপ্রেরণা পাবেন সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে।
সভায় আসন্ন অনুষ্ঠানটির সময়সূচি, মনোনয়ন প্রক্রিয়া, অতিথি তালিকা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
শেষে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা, মহানগর ও ইউনিয়নের সকল সদস্যকে উক্ত প্রস্তুতিমূলক সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

