একে,এম রুহুল আমিনঃ
গফরগাঁওয়ের প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সালমানী (রহঃ) এর ইন্তেকালে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে। ১৫ নভেম্বর,সকাল ৯টা ৩০ মিনিটে গফরগাঁওয়ের দুগাছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ ইত্তেফাকুল উলামা সমিতির গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
গত বেশ কিছুদিন যাবত উনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট, তাছাড়াও আরো কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় বর্ষীয়ান এ আলেমকে ময়মনসিংহ চরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এখানে কয়েক দিন রাখার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা পিজি হাসপাতালে রেফার্ড করা হয়। বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার পর ওনার পায়ুপথে ক্যান্সার ধরা পড়ায় পরে গত ১২/১১/২০২৫ ইং তারিখে উনার অপারেশন সম্পন্ন করা হয়।
অপারেশন সফল ভাবেই সম্পন্ন হয়। পরেরদিন ১৩ তারিখে উনার শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে (ICU) তে নেওয়া হয় তার পরের দিন ১৪ তারিখ শারীরিক অবস্থার আরো অবনতি হলে উনাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসার পথে ভালুকার কাছাকাছি আসার পর পথিমধ্যে তিনিই মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এদেশের ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। একজন আলেম এর ইন্তেকালে ইসলাম ও মুসলমানরা অভিভাবক শূণ্য হতে থাকে। ওলামায়ে কেরাম হলো দ্বীনের ধারক বাহক। তাদের ইন্তেকালে দেশ ও জাতি চরম বিপর্যয়ের সম্মুখীন হয়।