ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সমাজ সম্মেলন। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশনএইড বাংলাদেশ বাস্তবায়িত ‘সুশীল’ প্রকল্পের অধীনে শনিবার প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়।
দিনের শুরুতে প্রেস ক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ডা. খাস্তগীর স্কুল মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালিতে নারী–যুবকর্মী এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ কীনোট উপস্থাপন করেন।

প্যানেল আলোচনায় বক্তারা নির্বাচনী প্রক্রিয়ায় নারী ও যুবদের অর্থবহ সম্পৃক্ততা, রাজনৈতিক সচেতনতা, জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর আবু নোমান বলেন, “সমতাভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া সুশাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করে।” সনাক চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার মনে করেন, “নির্বাচন কেবল ভোট নয়; এটি অংশগ্রহণ ও নৈতিক নেতৃত্বের শিক্ষা।”
সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুসছাপা ভূইয়া বলেন, “যুব সমাজের রাজনৈতিক সচেতনতা সমাজ পরিবর্তনের চালিকাশক্তি।” ইউনিসেফের সাবেক কর্মকর্তা সাইদ মিলকি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিকে টেকসই উন্নয়নের পূর্বশর্ত আখ্যা দেন। নারী নেত্রী নূরজাহান খান বলেন, নারী নেতৃত্ব বিকাশে সামাজিক–প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।
সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরীসহ সংশপ্তক, ব্র্যাক, সিডিসি, অপরাজেয় বাংলাদেশ, শ্রমিক ইউনিয়ন, টিআইবি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ঘোষণাপত্র পাঠ করেন সিএসও হাবের প্রেস সেক্রেটারি সাকিবুল হাসান।
আয়োজকদের মতে, নারী ও যুবদের অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার পথে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

