নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্নং, তবলছড়ি, রসুলপুরসহ আশপাশের পাহাড়ি এলাকায় অবাধে কাটা হচ্ছে বনজ ও ফলজ গাছ। প্রতিদিনই শত শত ঘনফুট সেগুনসহ বিভিন্ন মূল্যবান কাঠ পাচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানান, কাটা গাছ স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে ডিপো হিসেবে জমা করা হয়, পরে রাতের অন্ধকারে ট্রাকযোগে পাচার হয়ে যায় জেলার বাইরে। অন্যদিকে, এলাকায় নতুন ইটভাটা স্থাপনের প্রস্তুতি চলায় বন ধ্বংসের আশঙ্কা আরও বেড়েছে।
বনবিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাটিরাঙ্গা উপজেলা বন কর্মকর্তার কোনো তদারকি নেই। কাঠপাচারকারীরা প্রশাসনের নজরদারি শূন্য ভেবে আরও সাহসী হয়ে উঠেছে।
বন কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি প্রতিবেদক। পরে সংক্ষিপ্ত মন্তব্যে তিনি বলেন,
“আপনি যা পারেন তাই করেন, যা হচ্ছে তা প্রশাসনিকভাবেই হচ্ছে।”
তার এমন মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, দায়িত্বশীল কর্মকর্তার নীরবতা ও উদাসীনতা মাটিরাঙ্গার প্রাকৃতিক বনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—এই ধারা অব্যাহত থাকলে এলাকায় ভূমিধস, পানি সংকট ও পরিবেশ ভারসাম্যহীনতা আরও তীব্র হবে।