খাগড়াছড়ি জেলার ক্যান্সার আক্রান্ত আয়েশার চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে সহায়তার পুরো অর্থ রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেন প্রদান করেন ২,০০০ টাকা। মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ দেন ১,০০০ টাকা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা দিপু দেন ১,০০০ টাকা, এবং রামগড় রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান প্রদান করেন ১,০০০ টাকা।
এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে দুবাই প্রবাসী খাই রুল আলম সেলিম ‘কালের প্রতিচ্ছবি ট্রাস্ট’-এর মাধ্যমে প্রেরণ করেন ১ লাখ ৫০ হাজার টাকা।
দীর্ঘ চিকিৎসা ও সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আয়েশাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে কালের প্রতিচ্ছবি ট্রাস্ট কর্তৃপক্ষ রোগীর পরিবারের হাতে মোট ২ লাখ টাকা বুঝিয়ে দেয়, যা তার চিকিৎসা ও অন্যান্য খরচে সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলেন, এই সহযোগিতা সামাজিক মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরও উৎসাহ জোগাবে।