ময়মনসিংহে আলোচিত যুবদলের কর্মী রিয়াদ হত্যা ঘটনায় জড়িত আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে ওসি মোঃ শিব্বিরুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই সাফায়েত হোসেন, এস আই মাসুদ জামিলী এবং তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইমন এর পিতার নাম রবি, চরকারি বাড়ি এলাকায় সে বসবাস করতো বলে জানা গেছে।
মঙ্গলবার আসামি ইমনকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ হত্যাকান্ডের ঘটনায় ব্রিজ মোড়ে কয়েকদিন যাবৎ বিক্ষোভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে আসছিল। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হলেও আরো ৪/৫ জন পলাতক রয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর বুধবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাটগুদাম ব্রিজ মোড়ে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
এছাড়াও কুখ্যাত প্রাইভেট কার এবং মোটরসাইকেল চোর বডি বিল্ডার আমিনকে গ্রেফতার করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই মোঃ সাফায়েত হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আসামি গ্রেপ্তারের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।