লামা উপজেলার ডলুছড়ি রেঞ্জের আওতাধীন কেয়াজুপাড়া এলাকায় চলছে রমরমা কাঠ পাচার। স্থানীয়দের অভিযোগ, ফলজ ও বনজ গাছ নির্বিচারে কেটে আশপাশের বিভিন্ন ব্রিকফিল্ডে পাচার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
এলাকাবাসী জানায়, প্রতিদিন রাতের অন্ধকারে ট্রাক ও ভ্যানযোগে পাহাড়ি বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে দ্রুত হ্রাস পাচ্ছে এলাকার প্রাকৃতিক বনসম্পদ। বন বিভাগের দায়িত্বশীল তদারকি না থাকায় পাচারকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরণের বৃক্ষনিধন অব্যাহত থাকলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে। পাহাড়ি এলাকায় গাছ কমে গেলে ভূমিধস, মাটির ক্ষয়, পানি সংকটসহ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিও বাড়তে পারে বলে মত দিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, কাঠ পাচার বন্ধে জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো, ব্রিকফিল্ডগুলোর কাঁচামাল যাচাই এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে এই অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।