ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটির নবাগত পুলিশ সুপারের জুরাছড়ি থানা পরিদর্শন ও ” ওপেন হাউজ ডে ” – তে অংশগ্রহণ।

Raisul Islam, News Desk In-Charge
ডিসেম্বর ৩, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

আজ ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম জুরাছড়ি থানা পরিদর্শন ও ” ওপেন হাউজ ডে ” – তে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। পরবর্তীতে জুরাছড়ি থানার একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।
এছাড়াও অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, সুবিধা- অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরর্বতীতে পুলিশ সুপার জুরাছড়ি থানা পুলিশের আয়োজিত “ ওপেন হাউজ ডে ” – তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুরাছড়ি থানাধীন স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম। রাঙ্গামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: