কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৫ ডিসেম্বর কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দৃষ্টি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।এলাকার নারী পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সের কয়েক ‘শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময়ে চক্ষু বিষয়ে পরামর্শ সহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ করা হয়।
এছাড়াওবিনামূল্যে ছানি রোগীদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদেরকে হবিগঞ্জের ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।
এই বিষয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী এই প্রতিবেদককে জানান দেশের দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে অন্ধত্ব থেকে মুক্তি দিতে ঢাকার মোহাম্মদপুরে, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জে ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। শাহীন রেজা চৌধুরী বলেন আমি ওদের মত টাকা নিয়ে চিকিৎসা করলে ঢাকাতে বড় বড় ৬/৭ টি বাসা বাড়ি থাকতো। কিন্তু আমি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আমার জন্মস্থান মিঠামইনের কাঞ্চনপুর গ্রামে। হাওরের দরিদ্র মানুষ টাকার অভাবে শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা করতে পারছেন না। তাই আমি নিজেই হাওর অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবো। আল্লাহর রহমতে আর হাওর অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হলে মিঠামইন, ইটনাও অষ্ট গ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তখন দরিদ্র মানুষ গুলো শহরে যেতে হবে না। যাতে করে ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন। ইতিমধ্যে চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী ফ্রি চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় ঠাই করে নিচ্ছেন।