এ,কে,এম রুহুলআমিন, গফরগাঁওঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ৩ ঘটিকায় গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে গফরগাঁও জামতলা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ- সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
এ সময় তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রহুল আমিন নগরী ও কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ্ জামীর।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

