ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডিজি ডা. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় মমেক হাসপাতালের ডা.ধনদেব বর্মনকে অব্যাহতি

শিবলী সাদিক খানঃ
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
এ সময় ওই ডিজির উদ্দেশে বার বার বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রব্লেম ।
এ দিন শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারে অংশ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য মহাপরিচালক। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের জরুরি বিভাগ, এ বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি ভেতরে টেবিল দেখে চিকিৎসকদের কাছে এর কারণ জানতে চান। এ সময় চিকিৎসক ধনদেব বর্মণ লেখালেখির প্রয়োজনে টেবিল রাখা হয়েছে বলে জানান।

কথোপকথনের একপর্যায়ে ডিজি বলেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন। এ সময় নিজের সঙ্গীয় লোকদের ভিডিও করতে বলেন তিনি। ডিজি বলেন, যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে!
প্রত্যুত্তরে চিকিৎসক ধনদেব বলেন, আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহেব করি; কিন্তু যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমার বিহেব ভালো না। কারণ হিসেবে চিকিৎসক সম্প্রদায় দেশের জনগণের পক্ষে নয় বলে উল্লেখ করলে ডিজি জবাব দেন, এটা তো অন্য বিষয়। কিন্তু আপনি তো বিহেবই শেখেননি।
এ সময় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব অন্য প্রসঙ্গ টেনে বলেন, ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম, আপনার দুদিন আসার কথা ছিল একদিনও আসেননি। এরপর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় চিকিৎসক ধনদেব উত্তেজিত হয়ে বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম। এর মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক ডা. জাকিউল ইসলাম উদ্ভুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাঃ ধনদেব বর্মন বলেন উদ্ভট কায়দায় চলছে স্বাস্থ্য সেবা, ঔষধ চুরি, দুর্নীতি, ট্রেনিং গবেষনার জন্য লাগে নেতার সুপারিশ জনবল থাকলেও কাজে লাগাতে ব্যর্থ কর্তৃপক্ষ।

পরে পরিদর্শন শেষে ডিজি ডা. আবু জাফর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সব হাসপাতালেই ধারণা ক্ষমতার বেশি রোগী। যে কোনো সময় হিসাব করলে দেখা যাবে সারা দেশে ১৫ হাজার রোগী মেঝেতে থাকে। যদি উপজেলা ও জেলা হাসপাতালগুলোয় পর্যাপ্ত মানসম্মত সেবা দেওয়া যায়, তাহলে মেডিকেল কলেজগুলোয় চাপ কমে যাবে।

অর্ধেক নির্মাণকাজ হয়ে আটকে থাকা ময়মনসিংহ শিশু হাসপাতাল সম্পর্কে ডিজি বলেন, পরিকল্পিতভাবে না হওয়ার কারণে মাঝপথে থেমে গেছে। এ জটিলতা সমাধানে সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের হাতে আর সময় নেই, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পদক্ষেপ নেবে।
সেমিনারে বক্তব্য আরও দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রুহুল আমিন, মমেকের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান, মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, এপিএসবির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সহ সভাপতি ডা. মো. মোকারাবিন (রবিন) প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: