ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বালিয়ান ইউনিয়নের প্রশাসক নজরুল ইসলামের বিরুদ্ধে তথ্য বিভ্রাট সংবাদ প্রচারে নিন্দা ও প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টারং
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার উপজেলায় আয়মন নদীর পাড়ে গড়ে উঠা একট এলাকা ৪ নং বালিয়ান ইউনিয়ন শিক্ষা, সাংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য খেলাধুলা, সকল ক্ষেত্রে তার স্বকীয়তা বজায় রেখে সমুজ্জল ভূমিকা রাখছে।

১৯৪৬ কিলোমিটারের এই ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৭১৬৬ জন, মোট ৩৪টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়নের সরকারী হাট / বাজার ০৩টি, যোগাযোগ ব্যাবস্থা ভ্যান, রিক্সা, এবং সিএনজি অটোরিকশা ।
শিক্ষার হার ৪০,৮২ শতাংশ ( যা ২০০১ইং সালের জড়িপ) । স্থানীয় জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান মৃত্যুবরন করায় ২০২৪ ইং সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর শুন্যপদে সরকারী বিধিমালা মোতাবেক ফুলবাড়িয়া উপজেলা বি আর ডি বির চৌকস কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে ৪ নং বালিয়ান ইউনিয়নের প্রশাসক নিয়োগ দেয় সরকার। মোঃ নজরুল ইসলাম দায়িত্ব নিয়েই আগে খোজ নেন ইউনিয়নের যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন? তিনি ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃআরিফুল ইসলামের সাথে যোগাযোগ করেন, এবং তার দিকনির্দেশনার ভিত্তিতে ইউনিয়ন অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্ধ র আবেদন করেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার হাত প্রশারিত করেন। টি আর/ কাবিখার যতটুকু বরাদ্ধ পান, সেই অনুযায়ী ইউনিয়ন প্রশাসক মোঃ নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের দিকনির্দেশনায় ও পি আই ও মোঃ সাইদুল হকের সহযোগিতায় ৪ নং বালিয়ান ইউনিয়নের উন্নয়ন মুলক কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে সরেজমিনে নিজেই তদারকি করেন, এ ব্যাপারে তাকে যথাযথ সহযোগিতা ও উৎসাহিত করে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে । অন্যদিকে কিছু স্বার্থন্নেষী মহল ব্যাক্তিস্বার্থ চরির্তাথ করতে না পেরে একজন সৎ দক্ষ ও আদর্শবান সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ কুৎসা রটনার অপচেষ্টায় লিপ্ত থেকে মানহানিকর তথ্য বিভ্রাট সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

বিশেষ করে ফ্যাসিবাদ সরকারের কিছু দোষর নিজেদের কলঙ্ক ঢাকতে অন্যের চরিত্রে কালিমা লেপন করার ঘৃন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। আর ,নিজেরা যেমন দূর্নীতে নিমজ্জিত ছিলেন, অন্যদের ভালো কাজে তাদের তাদের মনে কষ্ট লাগছে। এদের মত দূর্নীতিবাজদের জন্য দেশের উন্ন্যয়নের গতি স্থবির হয়ে পড়ে।
ফুলবাড়িয়া ৪ নং বালিয়ান ইউনিয়ন এর কাবিখা/ টি আর প্রকল্পের কাজ এত স্বচ্ছতার সাথে করার পরেও তেলিগ্রামের একজন আওয়ামী লীগের দোষর ব্যাক্তিগত স্বার্থে সুবিধা না পেয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক ভাবে হেয় করতে উঠেপড়ে লেগেছেন, দেশের একজন ন্যায়পরায়ণ কর্মকর্তা যিনি কিনা একটি সরকারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর অতিরিক্ত দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করে অবহেলিত ইউনিয়নবাসীর সুযোগ সুবিধা আদায়ে বদ্ধপরিকর, অথচ সামান্য স্বার্থের জন্য ঘৃন্য ষড়যন্ত্রের স্বীকার হতে যাচ্ছেন তিনিই।

এই প্রতিবেদন তৈরীর প্রক্কালে প্রতিবেদক নিজে প্রকল্পের এলাকা ঘুড়ে কাজের মান পর্যবেক্ষেন করেছেন, যেমন নয়নবাড়ী উত্তর পাড়া ফকিরবাড়ী জামে মসজিদ, বালাশ্বর মিরবাড়ীয়া আমিরিয়া জামিয়া জামে মসজিদ, মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিভরাটের কাজ, নয়নবাড়ী আয়মন নদীর পুর্বদিকের রাস্তা হতে রাস্তা পুননির্মান, উজ্জলহাটি মাদ্রাসা হতে চকগড় বাজাইল খানবাড়ী পর্যন্ত পুননির্মাণ, তেতুলতলা মাদ্রাসা হতে বৈদ্যবাড়ী পর্যন্ত রাস্তা পুননির্মাণ, দত্তকুঠিয়া ইনসান কেরানীর বাড়ী সংলগ্ন গোরস্থানের বাউন্ডারি নির্মান, মুক্তাগাছা যাওয়ার পাকা রাস্তা হিতে মগর হাজির বাড়ীর মসজিদ পর্যন্ত্য রাস্তা নির্মান, বাসনা কেন্দ্রীয় গোরস্থানের বাউন্ডারি নির্মান, বাকিয়ান মধ্যপাড়া মৃত আব্দুর রহ্মান্মৃত সৈযদ আলির বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান কাজের সরেজমিনে পরিদর্শন করে কাজের মান ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরী করা হয়। স্থানীয় বালিয়ান ইউনিয়ন নিবাসী মোঃ লিখন কে বর্তমান ইউ পি প্রশাসক মোঃ নজরুল ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করলে ” তিনি জানান এক কথায় নজরুল ইসলাম একজন সৎ, ও দেশপ্রেমিক ন্যায়পরায়ণ প্রশাসক তিনি এই ইউনিয়ন পরিষদকে ফুলের মত সাজানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন, মুষ্টিমেয় ২/১ জন মানুষ তার কাজের গতিতে বাধা সৃষ্টির জন্য মিথ্যা ও ষড়যন্ত্রের আবিস্কার করে চলেছেন। আর একজন বয়োবৃদ্ধ কৃষক মন্তাজ আলী একই ইউনিয়নের বাসিন্দা তিনি জানালেন আমাদের চেয়ারম্যান (প্রশাসক) একজন সত্যিকারের ভালা মানুষ, সব সময় মুখে হাসি লেগেই আছে, আমরা উনার সামনে পড়লেই একখান হাসিমাখা মুখে জিজ্ঞেস করবেন ভালা আছেন–? উনাকে আমরা আমাদের ইউনিয়নের জন্য চেয়ারম্যান (প্রশাসক) চাই-ই-। এ ব্যাপারে এই প্রতবেদক ৪ নং বালিয়ান ইউনিয়ন এর প্রশাসক মোঃ নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান আমি একজন সরকারি কর্মকর্তা অস্থায়ী ভাবে আমাকে সরকার বালিয়ান ইউনিয়ন পরিষদের প্রশাসক দিয়েছেন, আমি এসে অনেক রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসায় নিজে সরেজমিনে থেকে কাজ করিয়েছি, কেউ কেউ অনৈতিক সুবিধা না পেয়ে মনোকষ্ট নিয়ে হয়তো উল্টাপাল্টা বলতেই পারেন, তবে এ ব্যাপারে যথাযথ ভাবে না জেনে মন্তব্য করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বলা ঠিক নয়, এতে সুষ্ট কাজের মানষিকতা নষ্ট হয় কাজে স্থবিরতা আসে– তিনি বলেন আমি হয়তো সাময়িক ভাবে প্রশাসক হিসেবে এসেছি ভবিষ্যতে যাহাতে ইউনিয়নবাসী ভালো থাকেন এর জন্য যা যা করনীয় আমি করে যাবো ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: