আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও-এর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ তসলিম উদ্দিন প্রধান, শিক্ষক, ভানোর এন এইচ উচ্চ বিদ্যালয়।
মোঃ আব্দুল্লাহিল বাকী, সহকারী শিক্ষক, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়,
এবং
মোঃ নাসিমুল ইসলাম, সহকারী শিক্ষক, ভানোর এন এইচ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শামসুর নাহার
শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন,
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক শামসুর নাহার।
বক্তারা বলেন, শিশুশিক্ষার ভিত্তি মজবুত হলে ভবিষ্যতে একটি আলোকিত জাতি গড়ে তোলা সম্ভব।
শিক্ষার্থীদের মেধা ও শৃঙ্খলা বিকাশে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।