গণঅধিকার পরিষদ (জিওপি) ময়মনসিংহ জেলা শাখা সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করতে গত ২৬ (নভেম্বর) ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। সম্প্রতি জেলা সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এক বছরের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম সারোয়ার সরকার, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন আহমেদ (আকাশ)। নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম নতুন গতিতে অগ্রসর হবে বলে আশা ব্যক্ত করেছেন জেলা নেতারা
জেলা সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন,
“নতুন কমিটি সদর উপজেলার সংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করবে এবং দলের মূলধারার কার্যক্রম জনগণের কাছে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।”
জেলা সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন জানান, “যোগ্য, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সমন্বয়ে এই ৩৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি সদর উপজেলায় গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন আরও বেগবান হবে।”
সদর উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন (আকাশ)আরো বলেন , নতুন কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

