পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য (ভিসি)–সহ শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। গত ১৫ ডিসেম্বর এ রুল জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, পবিপ্রবির ভিসি সম্পূর্ণ অবৈধভাবে ‘এনিমেল হাজবেন্ড্রি (AH)’ ও ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM)’ ডিগ্রি বিলুপ্ত করে বিতর্কিত তথাকথিত ‘কম্বাইন্ড ডিগ্রি’ B.Sc. Vet. Sci. & AH চালু করেন। সংশ্লিষ্টদের দাবি, এই নতুন কারিকুলাম বিশ্লেষণ করে দেখা যায়—এটি মূলত বিলুপ্ত ডিভিএম ডিগ্রিরই ভিন্ন সংস্করণ এবং এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বিলুপ্ত করার একটি সুপরিকল্পিত প্রয়াস।
বিষয়টি আদালতের নজরে এলে মহামান্য হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের ওপর ৩ (তিন) মাসের স্থগিতাদেশ (Stay Order) জারি করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখে।
এছাড়া কৃষি গুচ্ছের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে এনিমেল হাজবেন্ড্রি ও ডিভিএম ডিগ্রি বিলুপ্ত দেখিয়ে শুধুমাত্র বিতর্কিত কম্বাইন্ড ডিগ্রিকে অন্তর্ভুক্ত করা হয়, যা আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় সরাসরি আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে আদালত অবমাননার দায়ে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট ডিনদের বিরুদ্ধে হাইকোর্ট Contempt Rule জারি করেন।
রুল অনুযায়ী—
1. কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
2. জবাব সন্তোষজনক না হলে ৪ সপ্তাহের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায় নি।