ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

kalerproticchobi.com kalerproticchobi.com
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো খাগড়াছড়িতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম।
বৃহস্পতিবার দুপুরে ৩ বিজিবি পানছড়ি জোনের আওতাধীন লৌগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় অনুপম হিমাংশু মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। ক্যাম্পগুলোতে পর্যাপ্ত জনবল মোতায়েন আছে এবং নির্বাচনকালীন যে কোনো সহিংসতা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত রয়েছে। বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজরদারি চলছে, তার অংশ হিসেবে খাগড়াছড়িতেও বিজিবি সক্রিয় রয়েছে। জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির সদর দপ্তর থেকেও সর্বদা তৎপর থাকার নির্দেশনা রয়েছে। যে কোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত।

অনুষ্ঠানে ৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেসুর রাহমানসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: