চারিয়া এলাকায় এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম আনাছ। সে স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আনাছ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ আনাছের পিতা মো. নুরুল আলম মানিক এবং মাতা মুন্নি আক্তার। তাদের বাড়ি চারিয়া পশ্চিম তালুকদার পাড়া, কালা মিয়া কন্ট্রাক্টরের বাড়ি এলাকায়।
এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আনাছের কোনো সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে—
📞 মায়ের নম্বর: ০১৮২৩-০১৭৯৩৪
📞 চাচা: ০১৮১৫-৫৮৩২৮৯
📞 আরেকটি যোগাযোগ নম্বর: ০১৮১১-৬২৪৬৩৬
পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।