প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। তারা বলেছে, ‘সংবাদ মাধ্যমের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর হামলা।
শনিবার- সিআরএ'র দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে - এ কথাগুলো বলা হয়।
#বিবৃতিতে- আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান "সিআরএ" পরিবার।
#বিবৃতিতে - বলা হয় ২০২৪ সালের জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে ওসমান হাদি একজন অকুতোভয় তরুণ কণ্ঠ হিসেবে ন্যায়বিচার ও রাজনৈতিক জবাবদিহির দাবি তুলে ধরেছেন। এই প্রেক্ষাপটে তাঁর প্রাণহানি অত্যন্ত গুরুত্ব, মর্যাদা ও আইনি জবাবদিহির সঙ্গে বিবেচনা করা জরুরি।’
তবে তবে সিআরএ পরিবার মনে করে রাজনৈতিক মতভেদ বা ক্ষোভ প্রকাশের নামে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।
#বিবৃতিতে - সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বলেন - ‘এতে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের তথ্য জানার অধিকার দুর্বল হয়ে যায়।
#বিবৃতিতে - সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন বলেন
অন্তর্বর্তী ‘সরকার প্রধান অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে এসব ঘটনার বিষয়ে স্বচ্ছ তদন্ত ও আইনের শাসনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।’