খাগড়াছড়ি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি–২৯৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মনজিলা ঝুমা জনগণের অংশগ্রহণে নির্বাচনী লড়াই চালাতে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের পর দেশের মানুষ সমতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার রাজনীতির স্বপ্ন দেখছে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তই কেবল জনগণকে দাসত্বের রাজনীতি থেকে মুক্ত করতে পারে এবং জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতার মালিক বানাতে পারে। আর সেই পরিবর্তনের মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতা।
অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন, জনগণের ভোটের পাশাপাশি জনগণের অর্থায়নে সংসদে যেতে পারলেই একজন জনপ্রতিনিধি প্রকৃত অর্থে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। জনগণের অর্থায়নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত হয় এবং কালো টাকার প্রভাব কমে আসে।
তিনি আরও বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হতে চাই, যিনি হবেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। নির্বাচনী লড়াইয়ে জনগণের আর্থিক অংশগ্রহণ জনপ্রতিনিধিকে আরও দায়িত্বশীল করে তোলে। যে জনপ্রতিনিধি জনগণের ভোট ও জনগণের অর্থায়নে সংসদে যান, তিনি কখনোই জনগণের কাছে দায় এড়িয়ে যেতে পারেন না।”
খাগড়াছড়ি–২৯৮ আসনের সামর্থ্যবান ও সচেতন নাগরিকদের এই রাজনৈতিক যাত্রায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার ছোট ছোট সহযোগিতাই মিলেই বড় পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারে। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও অনেকে এই পথে এগিয়ে আসবে এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করার একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হবে।
তিনি সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনে যোগ্যতা ও নৈতিকতাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
ডোনেশন পাঠানোর বিস্তারিত:
নাম: Monjila Sultana
ব্যাংক: Trust Bank, Cox’s Bazar Branch
একাউন্ট নম্বর: 00450310017805
রাউটিং নম্বর: 240220253
বিকাশ/নগদ: 01795521417 (Personal)