ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হত্যার আসামি গ্রেপ্তার ও দ্রত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

এ,কে,এম রুহুল আমিন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ,কে,এম রুহুল আমিন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল নুরুল হকের নৃশংস হত্যাকাণ্ডের চিহ্নিত আসামী হানিফা, রফিকুল, শাহাবাজ, সিদ্দিক, শেফালী ও রাবেয়া সহ সকল খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ড।
মঙ্গলবার বেলা১১ঘটিকায় গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ছাইফুল আলম আহবায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ড, আমিনুল ইসলাম চঞ্চল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গফরগাঁও উপজেলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য উপজেলা কমান্ড, বক্তব্য রাখেন মোঃ কাজল মিয়া, নিহত নুরুল হকের বড় ছেলে, আরো বক্তব্য রাখেন গফরগাঁওয়ের প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বক্তারা অভিযোগ করেন যে, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য হওয়া সত্ত্বেও নুরুল হককে অত্যন্ত পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার বেশ কয়েক বছর অতিবাহিত হলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
​দ্রুত গ্রেফতার: হত্যাকাণ্ডে জড়িত সকল নামধারী ও অজ্ঞাতনামা আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

কোনো প্রকার রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়াই মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
​সর্বোচ্চ শাস্তি: বীর মুক্তিযোদ্ধার খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি প্রদান করতে হবে।

​সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা হুশিয়ারি দিয়ে বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হয়, তবে গফরগাঁওয়ের সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।” ​নিহত নুরুল হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা এসময় কান্নায় ভেঙে পড়েন এবং প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার প্রার্থনা করেন।
​সংবাদ সম্মেলনে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: