নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের অভিষেকের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং ভূমি প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

