ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিনিধিঃ
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহের সদর উপজেলায় কুষ্টিয়া ইউনিয়নের ২ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে চর দড়ি কুষ্টিয়া বাল্লাপাড়া সাকিনে ২৬ শতাংশ ফসলের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায় দীর্ঘ বছর ভোগ দখলে থাকা নাজমুল হক, রাজিবুল ইসলাম, রাজু আহমেদের চাষাবাদ করা চর দড়ি কুষ্টিয়া মৌজার ৭৩১ খতিয়ানের সাবেক ২২৫ দাগের ২৬ শতাংশ জমি সদর উপজেলার ০২নং কুষ্টিয়া ইউনিয়নের ০২ ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে তাঁর দুই ভাই লিটন, মিষ্টার হোসেন, পিতা ইছব আলী, মাতা মাজেদা খাতুন, ছেলে হৃদয়, রাসেল মিয়াদের নিয়ে উক্ত ২৬ শতাংশ জমি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ ভাবে দখল করে নিয়েছে।

এঘটনার প্রতিবাদ করলে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১ টায় মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা লাঠিসোটা হাতে নিয়ে নাজমুলদের বাড়ীতে এসে খুন জখমের ভয়ভীতি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে, নাজমুলের মা নাজমা খাতুনের সাথে মানহানিকর আচরন করে। এর আগে বাড়ী ঘর ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে।

নাজমুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করিলে ওসি সাহেবের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এএসআই রাকিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জমি দখলের ঘটনায় জড়িত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুল এর মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বাবুলের ছেলে সহ এদের একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৩৪ তারিখ-১১/৬/২০২৫ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/ ৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: