নিজস্ব প্রতিবেদক |
নতুন বছর ২০২৬-এর সূচনালগ্নে মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা। শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষকে স্বস্তি দিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ) মাটিরাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে প্রায় ৬০ জন শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে তাঁর জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট দেখা যায়, বলা যায় না। সামান্য সহায়তাও তাঁদের জীবনে বড় স্বস্তি হয়ে দাঁড়ায়। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, এমন উদ্যোগ পার্বত্য জনপদে মানবিকতার বন্ধন আরও দৃঢ় করবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় অনুপ্রেরণা জোগাবে।

