চট্টগ্রাম ব্যুরো::
১৩ রজব প্রথম ইমাম হযরত আলী ইবনে আবু তালিব এর জন্মদিবস উপলক্ষে শনিবার ( ৩রা জানুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এস আর হোটেলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল হাদী আল নাজিব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় ও ইমাম আলী (আঃ) এর জন্ম উৎসব পরিষদ চট্টগ্রাম আয়োজনে ইমামিয়া ওলেমা সোসাইটির বাংলাদেশ এর যোগাযোগ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন’র সভাপতিত্বে বিশদ আলোচনায় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, আরবি প্রভাষক, নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা ও খতিব : ড্রীমল্যান্ড আ/এ জামেমসজিদ বায়েজিদ চট্টগ্রাম। কামাল পারভেজ সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক। তানভীর আহমেদ গবেষক ও বিশিষ্ট উদ্যোক্তা।
বক্তারা বলেন, ইসলামের জন্য যে প্রতিদান রয়েছে মুসলিম ইতিহাসে অন্যান্য সাহাবিদের তুলনায় এক বিরল ঘটনার নায়ক হিসেবে ও মুসলিম জাহানের কান্ডারী হিসেবে হযরত আলী (আঃ) নাম সবার কাছে সর্বসম্মত । মুসলিম উম্মাহর বর্তমান প্রজন্মের এক প্রতীক হিসেবে সবার হৃদয়ে মহানায়ক উন্মোচিত হলো হযরত ইমাম আলী (আঃ) । ডাঃ কামরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুবায়ের হোসেন। আলোচনার ফাঁকে ফাঁকে হযরত ইমাম আলী সানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গজল নাথ্ হামদ, চ্যানেল আই’র সেরা কন্ঠের শিল্পী জুয়েল দ্বীপ, সৈয়দ আজগর ইমাম বাবর, মোহাম্মদ হাবিব, শিশু তানভীর আলী ও সাঈদ হোসাইন।

