খাগড়াছড়িতে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলের পক্ষ থেকে যোগদান ও জনসমাগম নিয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক বলেন,
“গতকাল এনসিপির কমিটির চারজন সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন—এমন দাবির সঙ্গে যে ৩০০ জন লোক দেখানো হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই চারজন অনেক আগেই দল থেকে বহিষ্কৃত ছিলেন এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছিল। ফলে তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন,“অনুষ্ঠানে ৩০০ জনের নামের যে তালিকা প্রচার করা হয়েছে, সেটিও সত্য নয়। কোনো যাচাইযোগ্য নাম সেখানে নেই। বাইরে থেকে লোক এনে যোগদানের নাটক সাজিয়ে এনসিপির নামে অপপ্রচার চালানো হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”
এ সময় আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান। নেতারা আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার বিষয়ে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
যোগদানকারীদের মধ্যে দেখানো ৪ জন এনসিপির বর্তমান সদস্য নন,
তারা আগেই বহিষ্কৃত ও শোকজপ্রাপ্ত। ‘৩ শতাধিক’ নেতাকর্মীর দাবি বাইরে থেকে আনা লোক দ্বারা সাজানো প্রচারিত নামের তালিকা যাচাইযোগ্য নয় ও বিভ্রান্তিকর।।

