হাটহাজারী (চট্টগ্রাম) | নিজস্ব প্রতিবেদক, মঞ্জু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, গুল আরব চৌধুরী বাড়ির বাদশাহী সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে আছে। সংশ্লিষ্ট সময়ে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ক্ষমতাসীন থাকলেও এই গুরুত্বপূর্ণ সড়কের কোনো কার্যকর উন্নয়ন কাজ হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, একাধিকবার বিভিন্নভাবে ক্ষমতাসীন জনপ্রতিনিধিদের কাছে ধরনা দেওয়া হয়েছে। মৌখিক ও লিখিত আবেদন করা হলেও বারবার আশ্বাসের বাইরে বাস্তব কোনো সুফল মেলেনি। ফলে বছরের পর বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় থেকে এলাকাবাসীর দুর্ভোগ বাড়িয়েই চলেছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি শফিনগর এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও বয়স্করা চলাচল করেন। বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধদের নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয়।
শফিনগরের বাসিন্দাদের প্রশ্ন, ক্ষমতায় থাকা অবস্থায় উন্

