প্রতিবেদক, চট্টগ্রাম |
চট্টগ্রামের কালিপুর রেঞ্জের একটি ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে বন বিভাগ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে লটমনি মৌজার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘চৌধুরী ব্রিকস’ (এএসসি) নামক ভাটায় এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে কালিপুর রেঞ্জের সাধনপুর বিট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ভাটা থেকে আনুমানিক ১০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (চট্টগ্রাম)। অভিযানে শহর রেঞ্জ, কালিপুর রেঞ্জ এবং মাদার্শা রেঞ্জের বন কর্মকর্তা ও সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
সহকারী বন সংরক্ষক জানান, জব্দকৃত কাঠের বিপরীতে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবেশের ভারসাম্য ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কাঠ পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।