ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় কাটার মহোৎসব উখিয়ায়, প্রশাসনের নীরবতায় ভোরে ঝরল শ্রমিকের প্রাণ

kalerproticchobi.com kalerproticchobi.com
জানুয়ারি ১১, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ :
ভোরের নিস্তব্ধতায় আবারও রক্তাক্ত হলো কক্সবাজারের উখিয়ার পাহাড়। প্রশাসনের নীরবতা ও দুর্বল নজরদারির সুযোগে চলতে থাকা অবৈধ পাহাড় কাটার সময় পাহাড় ধসে মাটিচাপা পড়ে নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। জীবিকার তাগিদে নুরুল আমিন এই ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিলেন। ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েন।

নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে। তার জন্মস্থান চরপাড়া হলেও তিনি বর্তমানে জুম্মাপাড়ায় বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের মুখে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা আতঙ্কে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে উখিয়া থানার একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, জালিয়াপালং এলাকায় রাত ও ভোরে নিয়মিত পাহাড় কাটা হলেও কার্যকর প্রশাসনিক নজরদারি ছিল না। এতে একদিকে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন শ্রমজীবী মানুষ।

এলাকাবাসী অবিলম্বে অবৈধ পাহাড় কাটা বন্ধ, ঘটনার সঙ্গে জড়িত হেলালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহত পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনসহ প্রচলিত ফৌজদারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: