মোঃ আনোয়ার হোসেন ,লামা(বান্দরবান)প্রতিনিধি।
বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,সোমবার ১৩ জানুয়ারী রাত ২ টার সময় ২নং লামা সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়াস্থ আসামী কাইংপা মুরুং (৪৯) এর বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনে আসামী কাইংপা মুরুং (৪৯), পিতা-মৃত রাংলাই মুরুং কে (এক) টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক'সহ গ্রেফতার করা হয়। আসামী কাইংপা মুরুং কে আটক করা হয়।লামা থানায় আলীকদমের থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন; সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং-১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবী ছিলো।
সত্যতা নিশ্চিত লাসা থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ শাহজাহান কামাল জানান,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানার মামলা নং-০৫,তারিখ-১৩/০১/২০২৬ইং ধারা- The Arms Act, 1878 এর 19A ধারা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। পাহাড়ি এলাকায় অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।