মোঃ আনোয়ার হোসেন লামা(বান্দরবান)প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক প্রচারণা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ, পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন বিভ্রান্তি, মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামা উপজেলায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি লামা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভা/পথসভা/উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবউল করিম, উপপরিচালক, স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা। সভায় সভাপতিত্বে করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, ও সহকারী রিটার্নিং অফিসার, লামা উপজেলা। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামিক শিক্ষা কেন্দ্রের দায়িত্বশীলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের এই পদ্ধতিতে ভোট প্রদানে উৎসাহিত করা হয়।এছাড়াও নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, গুজব
প্রতিরোধে প্রশাসন, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।